কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
  2018-04-29 14:21:17  cri
এপ্রিল ২৯: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (শনিবার) পৃথক পৃথকভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনে তাঁরা কোরীয় উপদ্বীপের পরিস্থিতির নতুন অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এদিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মুন জায়ে-ইনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপে বলা হয়, উত্তর কোরিয়ার ভবিষ্যতশান্তি ও সমৃদ্ধি দেশটির সার্বিক পরমাণু পরিত্যাগের ওপর নির্ভরশীল। ফোনালাপে ট্রাম্প এবং আবে উভয়ই মনে করেন, উত্তর কোরিয়ার সকল ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প পরিত্যাগ করার প্রয়োজন আছে।

একইদিন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বর্তমানে পরিস্থিতির উন্নয়ন অতি সুষ্ঠু। কিমের সঙ্গে তাঁর দেখা করার সময় এবং স্থান নিয়ে আলোচনা করা হচ্ছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, সামনের মে বা জুন মাসে কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040