উন্নয়নের নতুন ধারায় অবিচল থাকা উচিত্: চীনের হুবেই প্রদেশ পরিদর্শনকালে প্রেসিডেন্ট সি
  2018-04-29 14:08:23  cri

এপ্রিল ২৯: ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যথাক্রমে চীনের হুপেই প্রদেশের ইছাং, চিংচৌ ও উহানসহ বিভিন্ন এলাকার গ্রাম, শিল্পপ্রতিষ্ঠান এবং কমিউনিটি পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

এ সময় প্রেসিডেন্ট সি বলেন, সার্বিকভাবে সিপিসি'র ঊনবিংশ জাতীয় গণকংগ্রেসের চেতনা পালন করে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তা-ধারাকে নির্দেশনা হিসেবে স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জনের মূল সুরে অবিচল থাকা উচিত্। তা ছাড়া, উন্নয়নের প্রক্রিয়ায় ভারসাম্যহীন সমস্যা সমাধান করতেই হবে বলে তিনি জোর দিয়ে বলেন।

গতকাল (শনিবার) বিকেলে প্রেসিডেন্ট সি হুবেই প্রাদেশিক সরকারের কর্ম-রিপোর্ট শোনেন। তিনি বলেন, উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়ন এগিয়ে যাওয়া হলো অর্থনৈতিক কাজকর্মের মৌলিক চাহিদা। জনগণের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত সমস্যার ওপর গুরুত্বারোপ করা এবং জনগণের জীবিকার উন্নয়ন নিশ্চিত করা উচিত্ বলে তিনি উল্লেখ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040