অব্যাহতভাবে চীন ও ভারতের সমঝোতা ও আস্থা বাড়ানো উচিত্: প্রেসিডেন্ট সি
  2018-04-28 16:15:35  cri
এপ্রিল ২৮: চীন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নতির ভিত্তি হলো পারস্পরিক আস্থা। কৌশলগত দিক থেকে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করা, অব্যাহতভাবে পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানো এবং দু'দেশের বিভিন্ন মহল ও জনগণের বন্ধুত্বপূর্ণ ভাবানুভূতি লালন করা উচিত্।

গতকাল (শুক্রবার) এবং আজ (শনিবার) চীনের উ হান শহরের তোং হু হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একথা বলেন।

প্রেসিডেন্ট সি বলেন, অর্থনীতির উন্নয়ন এবং ডোমেস্টিক বাজারে চীন ও ভারতের বিশাল সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আমাদের প্রভাবও দিন দিন বাড়ছে। দু'দেশের সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল এবং সহযোগিতার সম্ভাবনাও বিশাল বলে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন। সুষ্ঠু চীন-ভারত সম্পর্ক বিশ্বের স্থিতিশীলতা সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাত্পর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বৈঠককালে মোদি বলেন, দু'দিনের মধ্যে আমি প্রেসিডেন্ট সি'র সঙ্গে আন্তরিক ও গভীরভাবে মত বিনিময় করেছি। ভারত ও চীন উভয়ই সভ্যতার সুপ্রাচীন দেশ। আমরা একে অপরের গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী। তাই দু'দেশের সংলাপ, বিনিময় এবং সহযোগিতা চলাতে হবে বলে মোদি জোর দিয়ে বলেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040