চীন উন্মুক্তকরণ ও উভয়ের কল্যাণ অর্জনে অবিচল থাকবে: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2018-04-28 14:51:23  cri
এপ্রিল ২৮: আন্তর্জাতিক সমাজকে বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার আহ্বান জানানোর পাশাপাশি উন্মুক্তকরণ ও উভয়ের কল্যাণ অর্জনে অবিচল থাকার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও স্যু।

গতকাল (শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘে চীনের প্রতিনিধিদল ও জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত 'বহুপক্ষবাদ সমর্থন ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা ও নীতি রক্ষা' শিরোনামে আলোচনাসভায় এ কথা বলেন মাও চাও স্যু।

মা চাও স্যু বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তবে তার ভিত্তি সুসংবদ্ধ নয়। নিঃসঙ্গবাদ ও বাণিজ্যিক সংরক্ষণবাদ মাথা উঁচু করেছে, যা বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার ওপর কুপ্রভাব ফেলবে। এতে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বেড়েছে।

মা চাও স্যু বলেন, বাণিজ্য বিভিন্ন দেশের দারিদ্র্যমুক্তি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতি এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। যা আর্থিক বিশ্বায়ন ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন পক্ষের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার উন্মুক্ত, সচ্ছল, সহনশীল এবং নীতিগত পরিবেশ রক্ষা করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

চীন বরাবরই বহুপক্ষবাদকে সমর্থন করে এবং বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা ও নীতি রক্ষাকারী। চীন বিভিন্ন দেশের সঙ্গে উন্মুক্তকরণ ও উভয়ের কল্যাণের ভিত্তিতে বহুপক্ষবাদ ও বহুপক্ষীয় বাণিজ্যিক নীতি রক্ষা করবে, যাতে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন দ্রুততর হয়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040