যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা' বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে: চীন
  2018-04-28 14:34:37  cri
এপ্রিল ২৮: যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা' বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে মনে করে চীন।

গতকাল (শুক্রবার) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-র অনুষ্ঠিত এক নিয়মিত সম্মেলনে চীনের প্রতিনিধি এই মন্তব্য করেন। তিনি সদস্য দেশগুলোর প্রতি সম্মিলিতভাবে এমন ধরনের একতরফা ও সংরক্ষণবাদমূলক আচরণ দমন করার আহ্বান জানান।

তিনি বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের '৩০১ ধারা তদন্তে' বাজারায়নের সংস্কার, উন্মুক্ততা সম্প্রসারণ এবং মেধাসত্বের সংরক্ষণ জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অগ্রগতি উপেক্ষা করা হয়েছে। তাঁর দেশের প্রতি মার্কিন অভিযোগ ভিত্তিহীন বলে তিনি জোর দিয়ে বলেন।

প্রতিনিধি আরো বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নীতি গুরতরভাবে ডাব্লিউটিও'র ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

একইদিনের সম্মেলনে পাকিস্তান এবং রাশিয়া বৈশ্বিক বাণিজ্যিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বয়ে আনা নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040