রাশিয়ার ওপর হুঁশিয়ারি ও বৈঠকের মাধ্যমে চাপ জোরালো হবে: ন্যাটো
  2018-04-28 14:14:50  cri
এপ্রিল ২৮: ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোল্টেনবার্গ বলেছেন, হুঁশিয়ারি ও বৈঠক উভয় পদ্ধতিতে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ন্যাটো। গতকাল (শুক্রবার) ন্যাটোর সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

এ-দিন ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রধানত ন্যাটো ও রাশিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থায় রুশ কূটনীতি ও প্রতিরক্ষা নীতির দীর্ঘকালীন প্রভাব সবার দৃষ্টি আকর্ষণ করে। রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারির পাশাপাশি দেশটির সঙ্গে বৈঠক করতে একমত হন ন্যাটোর সদস্য দেশের মন্ত্রীরা।

স্টোল্টেনবার্গ আরও বলেন, ন্যাটো ও রাশিয়া অব্যাহতভাবে ন্যাটো-রাশিয়া পরিষদের পরবর্তী সম্মেলন আয়োজনের জন্য চেষ্টা চালাবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040