'কমিউনিস্ট ঘোষণা'র ১৭০তম বার্ষিকী, নতুন যুগে নতুন তাত্পর্য বিশ্লেষণ
  2018-04-28 12:35:20  cri
এপ্রিল ২৮: সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য হুয়াং খুন মিং 'কমিউনিস্ট ঘোষণা'সংক্রান্ত সেমিনারে বলেছেন, মার্ক্সের জন্মগ্রহণের ২০০তম বার্ষিকী ও 'কমিউনিস্ট ঘোষণা' প্রকাশনার ১৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ অনুসারে মার্ক্সবাদ তত্ত্বের গবেষণা ফলাফল বাস্তবায়ন করতে হবে, যাতে নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক চিন্তাধারা ভালোভাবে শেখা যায়।

হুয়াং বলেছেন, 'কমিউনিস্ট ঘোষণা' পুনরায় গবেষণা করে সমাজতন্ত্রের বৈজ্ঞানিক তত্ত্ব, অনুশীলন ও ইতিহাস সংযুক্ত করে মার্ক্সবাদের গুরুত্বপূর্ণ অবস্থান এবং বিশ্বের সমাজতন্ত্রের ওপর তার সুগভীর প্রভাব, চীনের কমিউনিস্ট পার্টির বিপ্লব ও সংস্কারকাজ এবং কমিউনিজমের প্রতি দৃঢ় বিশ্বাসে এ ঘোষণার গুরুত্বপূর্ণ ভূমিকা বোঝা যাবে।

তিনি আরো বলেন, সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতান্ত্রিক চিন্তাধারা মার্ক্সবাদের উন্নয়নে ধারাবাহিক অবদান রেখেছে, যা চীনের উন্নয়নের মার্ক্সবাদের সর্বশেষ সাফল্য এবং চীনের আধুনিক মার্ক্সবাদ। সংশ্লিষ্ট তত্ত্ব শিখলে মার্ক্সবাদ মানুষের মনে গভীর ছাপ ফেলবে বলে উল্লেখ করেন তিনি।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040