পরিচ্ছন্ন ও সচ্ছল আর্থ-সামাজিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন লি খ্য ছিয়াং
  2018-04-28 10:57:08  cri
এপ্রিল ২৮: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বিভিন্ন সরকার ও বিভাগের প্রতি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনার কার্যক্রম রূপান্তর ও ব্যবস্থা করে পরিচ্ছন্ন ও সচ্ছল আর্থ-সামাজিক পরিবেশ সৃষ্টির নির্দেশ দিয়েছেন। গতকাল (শুক্রবার) রাষ্ট্রীয় পরিষদের এক কর্মসভায় এ নির্দেশ দেন তিনি।

লি খ্য ছিয়াং বলেন, গত পাঁচ বছরে চীনের বিভিন্ন স্তরের সরকার কঠোরভাবে পার্টি প্রশাসনের নির্দেশে দুর্নীতি ও পরিচ্ছন্ন-সচ্ছল রাজনীতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও দুর্নীতি দেখা যায়, যা জনকল্যাণের জন্য ক্ষতিকর। এ থেকে সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন লি খ্য ছিয়াং।

লি খ্য ছিয়াং আরও বলেন, সরকারের সংস্কারকাজ এগিয়ে নেওয়া, সম্পদ বিতরণে বাজারের নির্ণায়ক ভূমিকা জোরদার করা এবং সরকারের ভূমিকা সম্প্রসারণ করা উচিত্‌।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040