'এক হাজার বছরের শরত্কাল'
  2018-04-28 10:44:56  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের একজন বিখ্যাত্ কন্ঠশিল্পী সুন নান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সুন নান ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের এক শিল্প-সাহিত্যিক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বি দেয়ার অর বি স্কয়ার' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। তখন সারা চীনে জনপ্রিয় ছিল। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, সুন নান ছোটবেলা থেকে পিয়ানো ও গিটার শেখা শুরু করেন। তিনি ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি কয়লার খনি শিল্পী দলের একজন পারফর্মার ছিলেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এক হাজার বছরের শরত্কাল' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৫ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সুন নান'র কন্ঠে 'এক হাজার বছরের শরত্কাল' নামের গান। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সুন নান চীনের কেন্দ্রীয় গান এবং নৃত্য দলের একজন পারফর্মার ছিলেন। ১৯৯০ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি তালিয়ান শহরের গান এবং নৃত্য দলের সদস্য হন। এখন আমি আপনাদেরকে সুন নান'র কন্ঠে আরেকটি টিভি সিরিজের থিম গান শোনাবো। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

১৯৯৩ সালের মে মাসে সুন নান হংকংয়ে কাজ করা শুরু করেন। এ-পর্যন্ত তিনি মোট ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন। এখন আমি আপনাদেরকে 'প্রিয় সন্তানেরা' শীর্ষক গান শোনাতে চাই। গেয়েছেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী সুন নান ও তরুণ কণ্ঠশিল্পী ওয়াং ইউয়ান। আগের একটি অনুষ্ঠানে আমরা 'টিএফ বয়েজ'-এর পরিচয় তুলে ধরেছিলাম। গ্রুপটিতে তিন জন তরুণ আছে। মনে আছে আপনাদের? ওয়াং ইউয়ান গ্রুপটির একজন সদস্য। 'প্রিয় সন্তানেরা' গানের কথা এমন: 'গরম তোমাদের হাত, সাদাসিধা ও পরিষ্কার তোমাদের চোখ; কল্পনা করছো, ভবিষ্যত কতো স্বাধীন! প্রতিদিন আশা আলিঙ্গন করি। আমি তোমাদের হাত ধরে প্রতিটি দিন কাটাই। তোমাদের উচিত ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করতে থাকা। প্রিয় সন্তানেরা, তোমাদের হাত আমাকে দাও, কঠিন পথে আমরা একসঙ্গে চলবো। ভালোবাসার কোনো কারণ নেই। সন্তানেরা, কান্না করবে না; প্রত্যেকের কঠিন সময় আছে, ভালোবাসা আছে, আমি তোমাদের কাছে আছি। আজ থেকে আজীবন আমি তোমাদের সঙ্গে থাকবো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সুন নান'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে হংকংয়ের কন্ঠশিল্পী থান ইয়ং লিন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৫০ সালের ২৩ অগাষ্টে হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সুরকার ও অভিনেতা। তিনি ১৯৬৮ সালে 'লুসার' নামের ব্যান্ডে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৭৩ সালে তিনি ওয়েননা নামের ব্যান্ডে যোগ দেন এবং প্রধান কন্ঠশিল্পী হন। এখন আমি আপনাদেরকে 'গভীর শরত্কালে প্রেম' নামের গান শোনাবো। গানটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। একই বছরে গানটি শ্রেষ্ঠ দশটি গানের নাম-তালিকায় অন্তর্ভুক্ত ছিল। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

১৯৭৫ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। ১৯৭৮ সালে ওয়েননা ব্যান্ড ভেঙ্গে যায়। তিনি একা বিনোদনজগতে কাজ করা শুরু করেন। ১৯৭৯ সালে তিনি তাইওয়ানে কাজ করা শুরু করেন। একই বছরে তিনি প্রথম নিজের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮১ সালে তিনি তাইওয়ানের ১৮তম চলচ্চিত্র গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৮৪ ও ১৯৮৫ সালে তিনি তিনটি প্রেম-সংগীতের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি টানা চারবার হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী-র পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে মানুষ হাসতে পছন্দ করে' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040