সি চিন পিং ও নরেন্দ্র মোদির অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত
  2018-04-27 19:36:30  cri

এপ্রিল ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) চীনের মধ্যাঞ্চলীয় হুপেই প্রদেশের রাজধানী উহানে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। পাশাপাশি দুই নেতা উহান জাদুঘরে চীনের ঐতিহাসিক সভ্যতা ও সংস্কৃতি পরিদর্শন করেছেন। জাদুঘরে সংরক্ষিত বেশ কিছু জাতীয় পর্যায়ের পুরাকীর্তি ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ঘুরে দেখেন তাঁরা।

দুই শীর্ষ নেতা উহানের পূর্ব লেক হোটেলে বৈঠক করেছেন। বৈঠকে সি চিন পিং মোদির উহান সফরকে স্বাগত জানান। গত তিন বছরে মোদির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাত্ ও বহু মতৈক্যের কথা উল্লেখ করে সি চিন পিং বলেন, তাদের মধ্যে সুষ্ঠু সম্পর্ক আন্তর্জাতিক মহলে প্রচার হয়েছে এবং দু'দেশের পারস্পরিক কল্যাণ ও যৌথ উন্নয়নের সদিচ্ছা প্রদর্শিত হয়েছে। দুটি মহত্ দেশ হিসেবে চীন ও ভারত বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব ফেলবে। এ বৈঠকের মাধ্যমে চীন-ভারত সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি হবে বলে আশা করেন সি চিন পিং।

সি চিন পিং আরও বলেন, ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় চীন।

বৈঠকে প্রেসিডেন্ট সি'র আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদি। এবারের বৈঠক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ভারত ও চীনের উচ্চ পর্যায়ের বিনিময় ও কৌশলগত যোগাযোগ দু'দেশের সমঝোতা ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ এবং দুদেশ ও এ অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেন মোদি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040