ইরানের সার্বিক পরমাণু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় চীন
  2018-04-27 18:29:20  cri

এপ্রিল ২৭: ইরানের সার্বিক পরমাণু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় চীন। পাশাপাশি, বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা ও সমন্বয় জোরদার করা উচিত্ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইরানের সার্বিক পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ও ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে রাশিয়া উদ্বিগ্ন। রাশিয়া বার বার বলছে, সার্বিক চুক্তি সংশোধন করা বা এতে নতুন কিছু যোগ করার সুযোগ নেই। এ ভারসাম্যপূর্ণ চুক্তি লঙ্ঘন করলে আন্তর্জাতিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়বে।

এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, ইরানের সার্বিক পরমাণু চুক্তিটি ছয় জাতি, ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত বহুপক্ষীয় চুক্তি। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছে। চীন ন্যায়পরায়ণ ও দায়িত্বপূর্ণ মনোভব নিয়ে সার্বিক চুক্তি রক্ষা ও বাস্তবায়ন করবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040