কোরীয় উপদ্বীপের দুই শীর্ষনেতার বৈঠক অনুষ্ঠিত
  2018-04-27 18:06:12  cri

এপ্রিল ২৭: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পরিষদের চেয়ারম্যান কিম জং উন আজ (শুক্রবার) সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে ঐতিহাসিক বৈঠক করেছেন।

সিউল সময় সকাল সাড়ে নয়টায় কিম জং উন পানমুনজমের সামরিক সীমানা পার হয়ে দক্ষিণ কোরিয়ার দিকে যান এবং প্রেসিডেন্ট মুন জায়ে-ইন তাকে আন্তরিক স্বাগত জানান। কোরিয়া যুদ্ধের ৬৫ বছর পর উত্তর কোরিয়ার কোনো শীর্ষনেতা এই প্রথম দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখলেন।

তাঁরা দু'জন একসাথে সামরিক সীমানা পার হয়ে উত্তর কোরিয়া যান। কিছুক্ষণ পর, দুজন দক্ষিণ কোরিয়ার দিকে যান এবং সেখানে কিম জং উনের জন্য সম্বর্ধনা অনু্ষ্ঠান আয়োজন করা হয়। তিনি দক্ষিণ কোরিয়ার গার্ড অব অনার পরিদর্শন করেন।

সিউল সময় ১০টা ১৫ মিনিটে মুন জায়ে-ইন ও কিম জং উন দক্ষিণ কোরিয়ার দিকে 'পিস হাউসে' সাক্ষাত্ করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন গতকাল (বৃহস্পতিবার) জানায়, এবার উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষবৈঠকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্তকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।

এর আগে ২০০০ ও ২০০৭ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার শীর্ষনেতারা দুই বার বৈঠক করেন।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040