বছরের প্রথম প্রান্তিকে চীনে কর্মসংস্থানের স্থিতিশীলতা বেড়েছে
  2018-04-27 16:29:33  cri
এপ্রিল ২৭: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে কর্মসংস্থানের স্থিতিশীলতা বেড়েছে, যা ভালো একটি সূচনা। বাজারে প্রাণচাঞ্চল্য বজায় রয়েছে। প্রক্রিয়াজাত শিল্পের স্থিতিশীলতাও বেড়েছে। আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের জনশক্তি ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয়ের মুখপাত্র লু এই হোং এ কথা বলেছেন।

লু এই হোং বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের শহর ও থানায় কর্মসংস্থান ৩৩ লাখ বেড়েছে। বেকারত্বের হার ছিল ৩.৮৯ শতাংশ, যা গত বছরের এ সময়ের তুলনায় ০.০৮ শতাংশ কম। এ ছাড়া, কর্মসংস্থানের বাজার ইতিবাচক রয়েছে।

লু এই হোং আরও বলেন, কর্মসংস্থান দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মৌলিক সূচক। প্রথম প্রান্তিকে সামষ্টিক অর্থনীতির উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040