ইয়াংসি নদী অর্থনৈতিক এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবে চীন
  2018-04-27 14:35:20  cri
এপ্রিল ২৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) হুপেই প্রদেশের উহান শহরে 'গভীরভাবে ইয়াংসি নদী অর্থনীতি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা বিষয়ক আলোচনা সভার' সভাপতিত্ব করেছেন এবং সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

সভায় তিনি জোর দিয়ে বলেন, ইয়াংসি নদী অর্থনৈতিক এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হল চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশলের সঙ্গে জড়িত। নতুন পরিস্থিতিতে ইয়াংসি নদী অর্থনীতি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে চাইলে সঠিকভাবে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও অর্থনীতির উন্নয়নের সম্পর্কে ভারসাম্য আনতে হবে।

এবারের আলোচনা সভার জন্য ২৪ ও ২৫ এপ্রিল সি চিন পিং যথাক্রমে হুপেই প্রদেশের ই ছাং শহর ও জিংচৌ শহর, হু নান প্রদেশের ইয়েইয়াং শহর ও তিন গিরিখাত এলাকাসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন এবং ইয়াংসি নদী অর্থনৈতিক এলাকার উন্নয়ন কৌশল বাস্তবায়নের অবস্থা জেনেছেন।

ইয়াংসি নদীর তীরে অবস্থিত সিংফা রসায়ন গ্রুপে সি চিন পিং রসায়ন শিল্প প্রতিষ্ঠানের স্থানান্তর, পুনঃনির্মাণ এবং সবুজায়নের অবস্থা পরিদর্শন করেছেন। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান হল ইয়াংসি নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও নির্মাণের প্রধান শক্তি। শিল্প প্রতিষ্ঠানের উচিত নিজের দায়িত্ব পালন করে পরিচ্ছন্ন উত্পাদন ব্যবস্থা বাস্তবায়ণ করা। তিনি বলেন:

ইয়াংসি নদীর অর্থনৈতিক এলাকার নির্মাণ করতে চাইলে যৌথভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। প্রথমে একটি নিয়ম নির্ধারণ করতে হবে, তা হল ইয়াংসি নদীর প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধার। আমাদের চীনা জাতির মাতৃ নদীকে ভালোভাবে রক্ষা করতে হয়। ধ্বংসাত্মক উন্নয়ন করা নিষিদ্ধ। তিনি বলেন, আশা করি আপনার শিল্প প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উন্নয়ন এবং টেকসই উন্নয়নের পথে আরো বড় সাফল্য অর্জন করবে।

তিন গিরিখাত এলাকায় সি চিন পিং তিন গিরিখাত প্রকল্প এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ পরিদর্শন করেন। তিন গিরিখাত জলসেচ প্রকল্প বিশ্ববিখ্যাত। এটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প। সি চিন পিং বলেন, শ্রমিকের পরিশ্রম এবং উদ্ভাবনে এই প্রকল্প স্থাপিত হয়েছে। তা দেখে তিনি খুব উত্সাহিত। তিনি বলেন:

বড় দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পে নিজেদের হাত লাগাতে হয়। নিজেদের উদ্ভাবনের মাধ্যমে সৃজনশীল শক্তি বাড়াতে হয়। কল্পনা করুন, যদি তিন গিরিখাত প্রকল্প নির্মাণের সময় আমরা শুধুই অন্যের ওপর নির্ভর করতাম, তাহলে এখনকার সৃজনশীল শক্তি নিশ্চয়ই এত শক্তিশালী হতে পারত না। আমি আপনাদের জন্য গর্ব বোধ করি, আমাদের দেশের এমন সামর্থ্যের জন্য গর্ব বোধ করি।

সি চিন পিং আরো বলেন, দু'বছরে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, সংশ্লিষ্ট বিভাগ ও শহরের যৌথ চেষ্টায় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং কাঠামোগত সংস্কারে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। এর সঙ্গে আমাদের সামনে উপস্থিত বিভিন্ন চ্যালেঞ্জও অনেক বেশি। ইয়াংসি নদীর অর্থনৈতিক এলাকার বিভিন্ন শহর, বিভিন্ন জায়গার উচিত নিজের উন্নয়নের সঙ্গে সঙ্গে যৌথ উন্নয়ন বাস্তবায়ন করা।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040