বেইজিংয়ে লি খ্য ছিয়াংয়ের সঙ্গে মার্কিন পরিবহনমন্ত্রীর সাক্ষাত
  2018-04-27 11:04:18  cri
এপ্রিল ২৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে গতকাল (বৃহস্পিতবার) বেইজিংয়ে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্রের সফররত পরিবহনমন্ত্রী অ্যালেইন লান ছাও। এসময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন।

সাক্ষাতে লি খ্য ছিয়াং বলেন, বাণিজ্য-বিরোধে কোনো বিজয়ী পক্ষ নেই। বাণিজ্য-বিরোধ বৈশ্বিক অর্থনৈতিক পুনরুজ্জীবন প্রক্রিয়ায়ও নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিশ্বের শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত করবে।

প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব। চীনের দুয়ার আলোচনার জন্য উন্মুক্ত। বাণিজ্য-বিরোধ মেটাতে চীন যুক্তরাষ্ট্রর সঙ্গে সংলাপকে গুরুত্ব দিচ্ছে। উন্মুক্তকরণের ক্ষেত্র সম্প্রসারণ করার নীতিতেও অবিচল থাকবে চীন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ-সুযোগ কাজে লাগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ভিত্তি পারস্পরিক কল্যাণ। ওয়াশিংটনের সঙ্গে পরিবহন খাতে, বিশেষ করে চালকবিহীন গাড়িসহ বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা জোরদার করতে বেইজিং ইচ্ছুক। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040