ইয়াংসি নদী অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের ওপর চীনা প্রেসিডেন্টের গুরুত্বারোপ
  2018-04-27 10:16:28  cri
এপ্রিল ২৭: ইয়াংসি নদী অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের মাধ্যমে মানসম্পন্ন প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (বৃহস্পতিবার) হুপেই প্রদেশের রাজধানী উহানে অনুষ্ঠিত ইয়াংসি নদী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নসংক্রান্ত এক সভায় বলেন, এ-অঞ্চলের উন্নয়ন সিপিসি'র গুরুত্বপূর্ণ কৌশল।

তিনি জোর দিয়ে বলেন, নতুন পরিস্থিতিতে ইয়াংসি নদীর অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে সামষ্টিকভাবে অগ্রগতি অর্জন করতে হবে; পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে; এবং পুরানো চিন্তাধারা বাদ দিয়ে নবত্যাপ্রবর্তনের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক হ্য লি ফেং, পরিবেশমন্ত্রী লি কান চিয়ে, পরিবহনমন্ত্রী লি সিয়াও ফেং, জলসেচমন্ত্রী এ চিং পিং, সিপিসি'র ছুং ছিং শহরের স্থানীয় কমিটির সম্পাদক ছেন মিন এ, সিপিসি'র হু পেই প্রাদেশিক কমিটির সম্পাদক চিয়াং লিয়াং ছাও ও সিপিসি'র শাংহাই শহরের স্থানীয় কমিটির সম্পাদক লি ছিয়াং পর্যায়ক্রমে বক্তব্য দেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040