বিশ্ব নারী সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-04-26 19:12:21  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নারী সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে অস্ট্রেলিয়া গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছেড়ে যান।

এ সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার গ্লোবাল ইউমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরবেন শেখ হাসিনা। শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040