'স্বাধীন তাইওয়ান' আন্দোলনে জড়িত বিচ্ছিন্নতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চীন
  2018-04-26 18:51:29  cri
এপ্রিল ২৬: আজ (বৃহস্পতিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান বলেছেন, 'স্বাধীন তাইওয়ান' বিচ্ছিন্ন তত্পরতা ও তাইওয়ান প্রণালী দুই তীরের সম্পর্কের জন্য সর্বোচ্চ হুমকি। এসব বিচ্ছিন্নতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার সকালে চীনের বিমানবাহিনী তাইওয়ান দ্বীপ ঘিরে যুদ্ধবিমান, সতর্কতামূলক বিমান, পর্যবেক্ষণ বিমান, যুদ্ধবিমান-৬কেসহ নানা ধরনের বিমানের প্রশিক্ষণমূলক উড্ডয়ন করেছে।

চীনের বিমানবাহিনীর মুখপাত্র শেং চিনখ্য বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় বিমানবাহিনী আস্থাবান।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040