ইয়াংসি নদী তীরবর্তী অর্থনৈতিক জোন পরিদর্শন করেছেন সি চিন পিং
  2018-04-26 18:35:30  cri
এপ্রিল ২৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বুধবার) জাহাজে করে ইয়াংসি নদী তীরবর্তী প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় সি চিন পিং বলেন, ইয়াংসি নদী তীরবর্তী অর্থনৈতিক জোনের উন্নয়ন খুব গুরুত্বপূর্ণ। তাই স্থিতিশীল পদক্ষেপ নেওয়া দরকার।

এ-দিন সকালে সি চিন পিং চিনচৌ বন্দর থেকে ইয়াংসি-১ ফেরি করে ইয়াংসি নদীর চিন চৌ জলাধারসহ নানা স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, মানুষ ও জলের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক সভ্যতা বড় নদীর উপকূলে গড়ে উঠেছে। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তবে বন্যাসহ নানা ধরনের দুর্যোগ মানব জাতির জন্য হুমকি। তাই প্রকৃতির সঙ্গে সহাবস্থান ও লড়াইয়ের প্রক্রিয়ায় মানবজাতির অব্যাহত অগ্রগতি অর্জিত হয়েছে। সম্প্রীতিময় সহাবস্থানের জন্যও অনেক লড়াই করতে হয়। দুর্যোগ প্রতিরোধ ও কমানোর ক্ষেত্রে কৌশলগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সি চিন পিং আরও বলেন, ইয়াংসি নদী তীরবর্তী অর্থনৈতিক জোন বিচ্ছিন্ন কোনো ইউনিট নয়। এর আওতায় ১১টি প্রদেশ রয়েছে। তাই সব প্রদেশের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040