যুক্তরাষ্ট্রে চীনের বিনিয়োগ সীমাবদ্ধতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2018-04-26 18:34:48  cri
এপ্রিল ২৬: যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগের ওপর সীমাবদ্ধতা মোকাবিলার জন্য চীন নানা ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন-বিদেশ আর্থ-বাণিজ্যিক উত্তপ্ত বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন মুখপাত্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, মার্কিন সরকার চীনের বিনিয়োগের বিরুদ্ধে 'জরুরি অধিকারসংক্রান্ত প্রস্তাব' কার্যকর করার কথা বিবেচনা করছে। এ প্রসঙ্গে কাও ফেং বলেন, চীন যে কোনো ধরনের একতরফা কাজ ও বাণিজ্য সংরক্ষণবাদের বিরোধিতা করে।

তিনি বলেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে চীনের প্রতিষ্ঠানের বিনিয়োগ দেশটির অভ্যন্তরীণ কর্মসংস্থান বাড়িয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখন আমরা দেখছি যে, বিনিয়োগের পরিবেশ অনিশ্চয়তার কারণে কিছু চীনা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পদক্ষেপ পিছিয়ে দিয়েছে, এমন কি বাতিলও করেছে। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক উন্নয়নের নীতি অনুসরণ করে বিশ্বের অর্থনৈতিক প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করার আহ্বান জানায় চীন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040