চীন ও ভারতের অর্থনৈতিক সহযোগিতার সুপ্ত শক্তি বেশি: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2018-04-26 18:20:46  cri

এপ্রিল ২৬: চীন ও ভারত বৃহৎ উন্নয়নশীল দেশ এবং নবোত্থিত প্রধান অর্থনৈতিক সত্তা। দু'দেশের অভ্যন্তরীণ বড় বাজার আছে এবং অর্থনৈতিক পরিপূরকতা ও সহযোগিতার সুপ্ত শক্তি বেশি। আগামী ২৭-২৮ এপ্রিল চীনের হুপেই প্রদেশের উহান শহরে চীন ও ভারতের শীর্ষনেতার অনানুষ্ঠানিক বৈঠককে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং বেইজিংয়ে এসব কথা বলেছেন।

চীন ও ভারতের নেতারা দু'দেশের সম্পর্কের সার্বিক, দীর্ঘমেয়াদী ও কশৌলগত উন্নয়ন নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন এবং বৈশ্বিক প্রবণতা নিয়ে আলোচনা করবেন।

২০১৭ সালে চীন-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৮৪৪০ কোটি ডলার। চলতি বছরের প্রথম তিন মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২২১৩ কোটি ডলার। যা গত বছরের এ সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি বলে জানান মুখপাত্র।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040