সিরিয়াকে ৪৪০ কোটি ডলার মানবিক সহায়তা দেবে আন্তর্জাতিক সমাজ
  2018-04-26 18:18:35  cri

এপ্রিল ২৬: সিরিয়া ইস্যুতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল (বুধবার) ব্রাসেলসে শেষ হয়েছে। সম্মেলনের অংশগ্রহণকারীরা চলতি বছর সিরিয়াকে ৪৪০ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে।

সম্মেলনের পর প্রকাশিত যৌথ চেয়ারম্যান বিবৃতিতে বলা হয়, সম্মেলনের অংশগ্রহণকারীরা ২০১৯-২০২০ সালে সিরিয়াকে আরো ৩৪০ কোটি ডলার মানবিক সহায়তা দেবে।

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে 'সিরিয়া ও আঞ্চলিক ভবিষ্যতকে সমর্থন দেওয়া' শিরোনামে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৫৭টি দেশ, ১০টি আঞ্চলিক সংস্থা, জাতিসংঘের ১৯টি সংস্থা ও ২৫০টি এনজিও'র প্রতিনিধি এতে অংশ নেন।

চীনের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত সিয়ে সিয়াও ইয়ান বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের সম্মেলনে চীন কোনো অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দেয়নি। তবে চীন এ পর্যন্ত মোট ৭৪ কোটি ইউয়ান মানবিক ত্রাণ সামগ্রী ও অর্থ দিয়েছে এবং সিরীয় জনগণের সাহায্য দলে চীন সবসময় আছে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040