২৬ এপ্রিল থেকে ঢাকা-কুয়াংচৌ ফ্লাইট: ইউএস-বাংলার কর্মকর্তার সাক্ষাত্কার
  2018-04-26 15:48:40  cri


 

২৬ এপ্রিল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কুয়াংচৌ রুটে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, ও শনিবার ঢাকা থেকে কুয়াংচৌগামী ফ্লাইট থাকবে। প্রথম দিনের ফ্লাইটের ৮৫ শতাংশ টিকিটের বুকিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আপনারা জানেন, কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনাকবলিত হয়। দুর্ঘটনার অল্প কিছুদিনের মধ্যে নতুন একটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।

 স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে: যাত্রীরা কি এ-রুটে যাতায়াত করার জন্য উদ্বুদ্ধ হবেন? যাত্রীদের আকর্ষণ করার জন্য এয়ার‌লাইন্সটি কী নতুন কোনো ব্যবস্থা নিয়েছে? এ-সব প্রশ্নের উত্তর জানান জন্য আমি ঢাকায় সম্প্রতি ইউএস-বাংলা

এয়ারলাইন্সের মার্কেটিং ও বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ মইনুল হকের সঙ্গে কথা বলেছি। এখন তাঁর সঙ্গে আমার আলাপচারিতার রেকর্ডিং শুনবেন।

আশা করি, ঢাকা থেকে কুয়াংচৌগামী নতুন রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় নতুন নতুন সুযোগ-সুবিধা দেবে এবং দু'দেশের যাত্রীরাই এই কোম্পানির বিমানে সফর করতে উত্সাহিত হবেন। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040