চীনে দ্রুতগতির রেলে কৃত্রিম বুদ্ধির ব্যবহারসংশ্লিষ্ট পরীক্ষামূলক কাজ শুরু
  2018-04-26 14:31:53  cri
এপ্রিল ২৬: চীনে দ্রুতগতির রেলে কৃত্রিম বুদ্ধিসংশ্লিষ্ট প্রযুক্তির বহুমুখী ব্যবহারের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সম্প্রতি বেইজিং-শেন ইয়াং দ্রুতগতির রেলপথে এই পরীক্ষামূলক কাজ শরু করেছে চীনের রেলপথ সাধারণ কোম্পানি।

পরীক্ষামূলক কাজ আগামী সেপ্টেম্বরের শেষ দিকে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট পরীক্ষা সফল হলে, নির্মাণাধীন বেইজিং-চাং চিয়া খৌ এবং বেইজিং-সিউং আনসহ অন্যান্য রেলরুটে সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার করা হবে।

পরীক্ষামূলক কাজের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিসংশ্লিষ্ট প্রযুক্তির মাধ্যমে বিদ্যুত সরবরাহ নিয়ন্ত্রণসহ ২৭টি বিষয়। দ্রুতগতির রেলপথকে আরও নিরাপদ ও কার্যকর করতে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা ও 'পেই তৌ' কৃত্রিম উপগ্রহের সুবিধা ব্যবহার করা হবে বলেও জানা গেছে। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040