বিভিন্ন খাতে কর কমাতে আরও ৭টি ব্যবস্থা নেওয়া হবে: চীনা প্রধানমন্ত্রী
  2018-04-26 11:37:16  cri
এপ্রিল ২৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, নব্যতাপ্রবর্তন ও ক্ষুদ্র শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে, সরকার বিভিন্ন খাতে কর কমানোর আরও ৭টি উদ্যোগ গ্রহণ করবে। তিনি গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত সভায় এ-তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, নব্যতাপ্রবর্তনকে উত্সাহিত করতে, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে, এবং আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। এসব উদ্যোগের মধ্যে থাকবে, গবেষণাসরঞ্জাম ও যন্ত্রপাতির ওপর কর কমানো, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক আয়কর কমিয়ে দেওয়াসহ অন্যান্য ব্যবস্থা।

সভায় বলা হয়, কর্পোরেট আয়কর ও ব্যক্তিগত আয়করের সংশ্লিষ্ট সুবিধাজনক নীতি যথাক্রমে পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই থেকে কার্যকর ধরা হবে। আর কর হ্রাসের ৭টি ব্যবস্থা নেওয়ার ফলে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর দেয় মোট কর ৬০০০ কোটি ইউয়ানেরও বেশি হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় পরিষদের সভায় আরও বলা হয়, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এবং 'কৃষি, কৃষক ও গ্রাম'-এ সংশ্লিষ্ট আর্থিক সুবিধা দেওয়া হলে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন-ব্যয় ব্যাপকভাবে হ্রাস পাবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040