বহুমুখী কল্যাণমূলক ব্যবস্থার সুফল পাচ্ছেন ৫২ হাজার তিব্বতি প্রবীণ
  2018-04-26 10:28:32  cri
এপ্রিল ২৬: তিব্বতের রাজধানী লাসা শহরে নেওয়া সামাজিক কল্যাণমূলক ব্যবস্থার সুফল পাচ্ছেন এখানকার ৬০ বছরের বেশি বয়সী ৫২ হাজার ৫৫ জন প্রবীণ, যারা রাজধানীর লোকসংখ্যার ১০.৮ শতাংশ। তাঁরা বেসিক পেনশন ও বেসিক চিকিৎসাসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। গতকাল (বুধবার) লাসার স্থানীয় সরকার এক প্রেসব্রিফিংয়ে এ-তথ্য জানায়।

ব্রিফিংয়ে বলা হয়, ২০১৮ সাল থেকে লাসা সরকার ৭০ থেকে ৭৯ বছর বয়সীদের বছরে জনপ্রতি ৬০০ ইউয়ান, ৮০ থেকে ৮৯ বছর বয়সীদের ১২০০ ইউয়ান, ৯০ থেকে ৯৯ বছর বয়সীদের ২৪০০ ইউয়ান করে ভর্তুকি দিচ্ছে। শতায়ুদের ভর্তুকি ১২০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬০০ ইউয়ানে।

প্রেসব্রিফিংয়ে আরও বলা হয়, ২০১৭ সালের শেষ নাগাদ লাসা শহরে নিবন্ধিত লোকসংখ্যা ছিল ৫ লাখ ৩৭ হাজার ৮ শ'। এর মধ্যে শতায়ুর সংখ্যা ২৪ জন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040