ইইউ'র 'ম্যাকাও রিপোর্ট' বাস্তবতাবিবর্জিত: স্থানীয় সরকার
  2018-04-26 10:27:46  cri
এপ্রিল ২৬: সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ম্যাকাও সম্পর্কে তথাকথিত যেই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাস্তবতাবিবর্জিত ও দায়িত্বজ্ঞানহীন। গতকাল (বুধবার) চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থানীয় সরকারি তথ্যকার্যালয় এক বিবৃতিতে এ-মন্তব্য করে।

বিবৃতিতে বলা হয়, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠালগ্ন থেকেই 'এক দেশ, দুই ব্যবস্থা' ও 'ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও শাসন' নীতি অনুসরণ করা হচ্ছে। ফলে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে; অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে; সুষম সমাজ গড়ে তোলার কাজ এগিয়ে যাচ্ছে; এবং সংবিধান ও মৌলিক আইন অনুসারে ম্যাকাওবাসী অভূতপূর্ব বিভিন্ন অধিকার ভোগ করছে। এ-সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040