শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার: জাতিসংঘ মহাসচিব
  2018-04-25 17:49:44  cri

এপ্রিল ২৫: জাতিসংঘের মহসচিব আন্তোনিও গুতেরহিস বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টা দরকার। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তিরক্ষা-বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

দু'দিনব্যাপী এ সম্মেলনের আলোচ্য বিষয় সংঘর্ষ প্রতিরোধ, মধ্যস্থতা, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরহিস বলেন, গেল ৩০ বছরে অনেক বেশি দেশ সহিংসতার কবলে পড়েছে। দু'বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে দুটি প্রস্তাব গৃহীত হয় এবং সংঘর্ষ কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি আশা করেন এই সম্মেলন সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নের চালিকাশক্তিতে পরিণত হবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040