মৌলিক প্রযুক্তির অগ্রগতি দ্রুততর করবে চীন: চীনের প্রধান প্রকৌশলী
  2018-04-25 15:49:26  cri
এপ্রিল ২৫: চীন মৌলিক প্রযুক্তির অগ্রগতি দ্রুততর করবে এবং আন্তর্জাতিক শিল্প খাতে সহযোগিতা জোরদার করবে। আজ (বুধবার) বেইজিংয়ে রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ও মুখপাত্র ছেন ইন এসব কথা বলেছেন।

ছেন ইন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাজার চাহিদার কারণে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। সামগ্রিক সামর্থ্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শিল্পের আকৃতিও বাড়ছে। তবে চিপ নকশা, প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা ও জনশক্তি খাতে বেশ ব্যবধান রয়েছে। এসব খাতে চীনের উন্নয়ন আরও দ্রুততর করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চীনের ইলেক্ট্রনিক শিল্পের বিশাল বাজার রয়েছে। দেশটি নব্যতাপ্রবর্তন ও উন্মুক্ত সহযোগিতার পথে এগিয়ে যাবে বলেও জানান তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040