যুক্তরাষ্ট্রে বর্ণ-বৈষম্য সমস্যার অবনতি ঘটেছে: চীনা প্রতিবেদন
  2018-04-25 14:27:24  cri
এপ্রিল ২৫: যুক্তরাষ্ট্রে বর্ণ-বৈষম্য সমস্যার অবনতি ঘটেছে। এর ফলে বর্ণ-বৈষম্যসংশ্লিষ্ট সামাজিক বৈরিতা ও সংঘর্ষ বেড়েছে। গতকাল (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় থেকে প্রকাশিত 'মার্কিন মানবাধিকার রেকর্ড, ২০১৭' শীর্ষক প্রতিবেদনে এ-তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে গেলেপ-এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ মার্চ প্রকাশিত একটি জরিপের উদ্ধৃতি দেওয়া হয়েছে। জরিপের ফল অনুসারে, ৪২ শতাংশ মার্কিন নাগরিক দেশের বর্ণ-বৈষম্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ-নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকের সংখ্যা ২০১৬ সালে ছিল ৭ শতাংশ কম। এক্ষেত্রে উদ্বিগ্ন মানুষের সংখ্যা বিগত তিন বছর ধরে টানা বেড়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, বর্ণ-ঘৃণার কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অপরাধও অনেক বেড়েছে। ২০১৭ সালের ১৩ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে মোট ৬১২১টি বর্ণ-ঘৃণাসংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে, যা একটি নতুন রেকর্ড।

পিউ রিসার্চ সেন্টারের জরিপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে চার ভাগের এক ভাগ এবং ল্যাটিনোদের মধ্যে দশ ভাগের এক ভাগ বর্ণ-বৈষম্যের শিকার। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040