শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2018-04-24 19:36:41  cri

এপ্রিল ২৪: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেছেন। ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানসহ নানা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নতুন পরিস্থিতিতে শাংহাই সহযোগিতা সংস্থার সহযোগিতা গভীর করতে ৬টি প্রস্তাব দেন ওয়াং ই। তিনি বলেন,

১. 'শাংহাই মনোভাব' সম্প্রসারণ করে ঐক্য ও পারস্পরিক আস্থা জোরদার করা উচিত। যৌথভাবে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং শাংহাই সহযোগিতা সংস্থার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা উচিত।

২. নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাসবাদ ও সহিংসতা দমন করার প্রস্তাব দেন তিনি।

৩. যৌথ নির্মাণ ও বিনিময়ের উন্নয়ন এগিয়ে নেওয়া উচিত। আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব ও সদস্য দেশগুলোর উন্নয়নকৌশল সংযুক্ত করার আরও ভালো একটি প্ল্যাটফর্মের ভূমিকা পালন করতে পারে সংস্থাটি।

৪. সুপ্ত শক্তির অনুসন্ধান করা এবং বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া প্রয়োজন। শিল্প সমন্বয়, উন্মুক্ত বাজার ও প্রযুক্তি বিনিময়ের পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন তিনি।

৫. সদস্য দেশগুলোর নানা মহলের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় গভীর করা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা প্রয়োজন।

এবং

৬. ন্যায্যতা রক্ষা করা ও বিশ্বে এই সংস্থার প্রভাব বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক তৈরির প্রস্তাব দেন ওয়াং ই।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040