মার্কসবাদী সত্যতা আয়ত্ত করে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের নতুন অধ্যায় সৃষ্টির নির্দেশ সি চিন পিংয়ের
  2018-04-24 16:54:06  cri
এপ্রিল ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যরা আজ (মঙ্গলবার) বিকেলে 'কমিউনিস্ট ঘোষণা' ও তার তাত্পর্য নিয়ে পঞ্চম সামষ্টিক কোর্সে অংশ নিয়েছেন। এ কোর্সে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, আমরা পুনরায় কমিউনিস্ট ঘোষণা আয়ত্ত করছি; যার অর্থ মার্কসবাদী সত্যতা আয়ত্ত করে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের নতুন অধ্যায় সৃষ্টির জন্য চেষ্টা করা। আমাদের উচিত মহাবিপ্লব, কার্যক্রম, কর্তব্য ও স্বপ্ন বাস্তবায়নের জন্য এ ঘোষণার অনুশীলন কাজে লাগানো।

তিনি আরও বলেন, 'কমিউনিস্ট ঘোষণা' কাজে লাগানো মানে শুরুর কথা ভুলে না গিয়ে, নিজের দায়িত্ব মনে রেখে জনগণকে অগ্রাধিকার দেওয়া, মানবজাতির সার্বিক উন্নয়ন এবং সামাজিক উন্নতির চেষ্টা চালানো।

এ সময় চীনের কমিউনিস্ট পার্টিকে 'কমিউনিস্ট ঘোষণা' চেতনার আন্তরিক উত্তরাধিকার বলে উল্লেখ করেন সি চিন পিং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040