চীনের 'ছাংএ-৪' মহাকাশযানের রিলে উপগ্রহের নাম 'ছুয়েছিয়াও'
  2018-04-24 15:58:52  cri
এপ্রিল ২৪: 'ছাংএ-৪' মহাকাশযানের রিলে স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে 'ছুয়েছিয়াও'। চলতি বছরের শেষে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। 'ছুয়েছিয়াও' অর্থ দোয়েল পাখির সেতু।

মঙ্গলবার 'চীনের মহাকাশ দিবসে' চায়না জাতীয় স্পেস প্রশাসন (সিএনএসএ) এই নাম ঘোষণা করে।

চীনের লোককাহীনিতে ছুয়েছিয়াও বা দোয়েল পাখির সেতুর উল্লেখ রয়েছে। চীনের চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম রাতে দোয়েল পাখির সেতু দিয়ে আকাশগঙ্গা গ্যালাক্সি পার হয়ে স্বামীর দেখা করে চ্যি নু।

চন্দ্রাভিযানে আরো দুটি ক্ষুদ্র স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হবে। লোংচিয়াং-১ ও লোংচিয়াং-২ নামের স্যাটেলাইট দু'টি তৈরি করেছে হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040