যুক্তরাষ্ট্রের '৩০১ ধারার তদন্ত' রিপোর্টে মেধাস্বত্ব রক্ষায় চীনের অগ্রগতি উপেক্ষা করা হয়েছে: চীনের কর্মকর্তা
  2018-04-24 15:08:52  cri
এপ্রিল ২৪: বিগত বছরগুলোতে চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষা ব্যবস্থা জোরদার করে আসছে এবং বরাবরই সমানভাবে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মেধাস্বত্ব রক্ষা করে আসছে, যা আন্তর্জাতিক সমাজের উচ্চ প্রশংসা কুড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের '৩০১ ধারার তদন্ত' ফলাফলে মেধাস্বত্ব রক্ষায় চীনের অগ্রগতিকে উপেক্ষা করা হয়েছে।

এই অভিযোগ করেছেন চীনের জাতীয় মেধাস্বত্ব অধিদপ্তরের মহাপরিচালক শেং ছাং ইয়ু। তিনি বলেন, মার্কিন মেধাস্বত্ব বিশেষজ্ঞ ও গণমাধ্যমে চীনের মেধাস্বত্ব রক্ষার পরিবেশ মাঝারি আয়ের দেশগুলোর মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040