মেক্সিকো সিটি মৈত্রী ও সংস্কৃতি মেলা ২০১৮-এ তিব্বতি সংস্কৃতি
  2018-04-24 14:00:49  cri

মেক্সিকো সিটি মৈত্রী ও সংস্কৃতি মেলা ২০১৮ সম্প্রতি উদ্বোধন হয়েছে। এর মধ্যে মেলার একটি পর্ব 'চীনা তিব্বতের উপযুক্ত মুহূর্ত' শীর্ষক সাংস্কৃতিক সপ্তাহ স্থানীয় সময় ১৫ এপ্রিল শুরু হয়েছে। সাংস্কৃতিক সপ্তাহে ছবি প্রদর্শনী, মঞ্চ পরিবেশনা, সাংস্কৃতিক বক্তৃতাসহ ধারাবাহিক অনুষ্ঠানসূচী রয়েছে।

মেক্সিকো সিটি সরকারের উদ্যোগে মেক্সিকো সিটি মৈত্রী ও সংস্কৃতি মেলা ২০১৮ হলো দশম বারের মত আয়োজন। এবারের মেলার অতিথি দেশ চীন। মৈত্রী ও সংস্কৃতি মেলা চলাকালে মেক্সিকোয় চীনের দূতাবাস, মেক্সিকোয় চীনের সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে শিল্প প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সাংস্কৃতিক বক্তৃতাসহ ধারাবাহিক কর্মসূচী আয়োজন করে।

বিশ্ব সংস্কৃতির জাতীয় যাদুঘরের পরিচালক গ্লোরিয়া আর্টস উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,

"তিব্বতকে 'পৃথিবীর ছাদ' বলা হয়। সেখানকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র বিস্ময়কর। আমরা আশা করি এ প্রদর্শনীর মাধ্যমে দর্শকরা সুন্দর চিত্রকর্ম উপভোগ, তিব্বতী অঞ্চলের বহু-জাতির সুন্দর কাপড় ও কারুশিল্প দেখতে পারবে।"

মেক্সিকোয় চীনা সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাংস্কৃতিক বিভাগের উপ-পরিচালক চাও পিন'র নেতৃত্বে ৪০ জনেরও বেশী শিল্পী ও বিশেষজ্ঞ নিয়ে গঠিত সাংস্কৃতিক বিনিময় দল মেক্সিকো সিটিতে সফর করে।

চীনের দাই পঞ্জিকার নববর্ষের পানি গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি চীনের ইয়ুন নান প্রদেশের সিসুয়াংপাননায় অনুষ্ঠিত হয়।

বার্ষিক দাই পঞ্জিকার নববর্ষ হলো সিসুয়াংপাননা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক উত্সব। এর আরেকটি নাম পানি বিচ্ছুরণ উত্সব। এ উত্সবের লক্ষ্য হলো সিসুয়াংপাননার বিভিন্ন জাতির মূল নদী লানছিয়াং নদীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা।

কাতারের আল-থানির ৫'শটিরও বেশী সংগ্রহকর্ম নিয়ে প্রদর্শনী ১৭ এপ্রিল রাজপ্রাসাদ যাদুঘরে শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত। এবারের প্রদর্শনীর দু'টি পর্ব আছে, প্রথম পর্ব হলো ভারতের উচ্চ পর্যায়ের রত্ন সম্পর্কিত। আর দ্বিতীয় পর্ব হলো রাজকীয় পারিবারিক শিল্পকর্ম। মুঘল-সাম্রাজ্য থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়কালের ভারতের রত্ন দেখা যাবে এ প্রদর্শনীতে। উল্লেখ করা যেতে পারে, আল-থানি'র সংগ্রহ কর্মগুলোতে কারটিয়েরসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত গহনা নির্মাতার রত্নকর্ম রয়েছে। প্রদর্শনীতে দর্শকরা ভারতের ৫ শতাব্দির চমত্কার ও সূক্ষ্ম শিল্প কর্ম এবং নিখুঁত হস্তনির্মিত কারিগরি দক্ষতা প্রত্যক্ষ করতে পারছেন।

১৭ এপ্রিল তুরস্কের ২০১৮ সালের পর্যটন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ের থিয়েন ছিয়াও শিল্প কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চীনের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী, তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিভাগের মন্ত্রী এবং তুরস্ক, চীনের প্রায় এক হাজার দর্শক এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। তাঁরা তুর্কি শিল্পীদের ধ্রুপদী নৃত্যনাটক 'এনাটোলিয়ান লেজেন্ড - ট্রয়' উপভোগ করে।

এর পর ২০ এপ্রিল 'এনাটোলিয়ান লেজেন্ড - ট্রয়' নৃত্যনাটকটি শাংহাই শহরেও মঞ্চায়ন হয়।

১৭ এপ্রিল 'মোনাকো যুবরাজ ও রাজকুমারী: ইউরোপীয় রাজবংশ (১৩-২১ শতাব্দী)' প্রদর্শনীর প্রেস কনফারেন্স বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী এ বছরের ৭ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ের প্যালেস মিউজিয়ামে অনুষ্ঠিত হবে।

গত বছরের গ্রীষ্মকালে প্যালেস মিউজিয়ামের মূল্যবান সাংস্কৃতিক অবশিষ্টাংশ মোনাকোয় প্রদর্শিত হয়েছে। মোনাকোর রয়েল প্রাসাদের চীনে প্রদর্শনীর আয়োজন দু'পক্ষের সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ মাইলফলক।

চীনের নবগঠিত 'চায়না মিডিয়া গ্রুপ'-সিএমজি গত বৃহস্পতিবার বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি, চীনের জাতীয় বেতার-সিএনআর, ও চীন আন্তর্জাতিক বেতার-সিআরআই নিয়ে গঠিত সিএমজি সরাসরি চীনের রাষ্ট্রীয় পরিষদের অধীনে পরিচালিত হবে।

চায়না মিডিয়া গ্রুপের মূল দায়িত্ব হবে: সিপিসি'র তত্ত্ব ও নীতিমালা প্রচার করা; গুরুত্বপূর্ণ স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনুষ্ঠান প্রচার করা; ভালো মানের বেতার ও টিভি অনুষ্ঠান তৈরি করা; দেশের মাল্টিমিডিয়ার উন্নয়নে ভূমিকা রাখা; আন্তর্জাতিক সম্প্রচার দক্ষতা জোরদারে ভূমিকা রাখা; এবং দক্ষতার সাথে 'চীনা গল্প' আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরা।

অষ্টম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'আন্তর্জাতিক চলচ্চিত্র বাজার ফোরাম' গত সোমবার বেইজিংয়ের হুয়াই রৌ জেলার ডিজিটাল উত্পাদন কেন্দ্রে শুরু হয়েছে। দু'দিনব্যাপী এ ফোরামে দেশি-বিদেশি চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করেন। পাশাপাশি, গোটা চীনের বিভিন্ন চলচ্চিত্র কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিভাগের তিন শতাধিক কর্মকর্তা ফোরামে প্রশিক্ষণ নেন।

১২ এপ্রিল 'বোআও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন' উপলক্ষে 'হাতি ও ড্রাগনের একসাথে নাচ: চীন-ভারত অর্থনৈতিক সহযোগিতার সুপ্তশক্তি' শীর্ষক টিভি বিতর্ক বোআও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ভারতের টাটা গ্রুপের চেয়ারম্যান, চীনের সাবেক বৈদেশিক আর্থ-বাণিজ্যিক উপ মন্ত্রী, চীনের সাবেক বাণিজ্য মন্ত্রী ও ফ্রান্সের 'দ্যা ব্রিজ' থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান চীন-ভারত সম্পর্ক ও দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক যোগাযোগের ভবিষ্যত্ নিয়ে মতবিনিময় করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040