বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাত
  2018-04-24 11:11:30  cri
এপ্রিল ২৪: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ, পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ ৮টি দেশের প্রতিনিধিবৃন্দ এবং শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব রাশিদ আলিমভ ও সন্ত্রাসদমন বিভাগের নির্বাহী কমিটির পরিচালক ইয়েভগেনি সিসোইয়েভ গতকাল (সোমবার) বেইজিংয়ের গণমহাভবনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে যৌথভাবে সাক্ষাত করেন।

এসময় প্রেসিডেন্ট সি বলেন, প্রতিষ্ঠিত হবার পর বিগত ১৭ বছরে শাংহাই সহযোগিতা সংস্থা অসাধারণ উন্নয়ন-প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং বিশ্বব্যাপী একটি প্রভাবশালী বহুমুখী আঞ্চলিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সংস্থার আওতায় বিভিন্ন সদস্যদেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করেছে; আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে গঠনমূলক ভুমিকা পালন করেছে; পারস্পরিক সম্মান, সমতা, ন্যায্যতার ভিত্তিতে অভিন্ন স্বার্থের নতুন আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, শাংহাই সহযোগিতা সংস্থাকে শক্তিশালী করা চীনের কূটনীতিতে অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। নতুন পরিস্থিতিতে, 'শাংহাই চেতনা'-র আলোকে, বিভিন্ন সদস্যদেশের সুপ্তশক্তি কাজে লাগিয়ে সার্বিক সাফল্য অর্জনের ব্যাপারে বেইজিং আশাবাদী।

তিনি আরও বলেন, বিভিন্ন ইস্যুতে সদস্যদেশগুলো বরাবরের মতোই পরস্পরকে রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে এবং শাংহাই সহযোগিতা সংস্থার আওতায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040