পলিট ব্যুরোর কর্মসভায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও কার্যক্রম বিশ্লেষণ করেছেন সি চিন পিং
  2018-04-23 18:44:01  cri
এপ্রিল ২৩: বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও কার্যক্রম নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো আজ (সোমবার) এক কর্মসভার আয়োজন করে। এতে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং সভাপতিত্ব করেছেন এবং বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করেছেন।

কর্মসভায় বলা হয়, চলতি বছর দেশ-বিদেশের জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চল ও বিভাগ সিপিসি'র কেন্দ্রীয় কমিটির কার্যক্রম অনুযায়ী উচ্চ গুণগতমানের উন্নয়নের লক্ষ্যে সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কারকে কেন্দ্র করে কাজ করে আসছে। চীন এখনও বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই সবার উচিত গুরুত্বপূর্ণ ঝুঁকি মোকাবিলা করা, নির্দিষ্ট দারিদ্র্য দূর করা এবং দূষণ প্রতিরোধ ও মোকাবিলা করা। এ তিনটি বিপ্লবের জন্য চেষ্টা চালানোর কথা বলা হয় কর্মসভায়।

কর্মসভায় আরো বলা হয়, তিনটি বিপ্লবের পাশাপাশি অর্থনীতি ও মুদ্রানীতির স্থিতিশীলতা বজায় রাখা উচিত্। তা ছাড়া গণজীবিকা উন্নয়ন কার্যক্রম জোরদার করা, মৌলিক গণপরিষেবা বাড়ানো এবং জনস্বার্থসংশ্লিষ্ট কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয় কর্মসভায়।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040