কুয়াংহো জেলায় হুই জাতির বাসিন্দাদের দারিদ্র্যবিমোচনের গল্প
  2018-04-23 15:50:45  cri

কুয়াংহো জেলা চীনের কানসু প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিনসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত শহরে অবস্থিত। হু জাতির ধর্ম ইসলাম। 'মা' হল হুই জাতির মানুষের একটি প্রধান 'শেষ নাম'। কুয়াংহো জেলায় সাধারণত মানুষের শেষ নাম হয় 'মা'। কুয়াংহো জেলা হল চীনের একটি জাতীয় পর্যায়ের দরিদ্র জেলা। কিন্তু এখানকার বাসিন্দারা দারিদ্র্যবিমোচনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কুয়াংহো জেলার বাসিন্দাদের দারিদ্র্যবিমোচনের গল্প বলব।

২০১৩ সালের আগে কুয়াংহো জেলার বাসিন্দা মা চিন হাই ও তাঁর পরিবার পাহাড় অঞ্চলে থাকতেন। এখানে অধিকাংশ গ্রামবাসীর মতো তিনি হলেন একজন চাষী। কিন্তু তাঁর গ্রাম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এবং গ্রামের জমি অনুর্বর। সেজন্য তাঁরা আগে অনেক দরিদ্র ছিলেন। এ ছাড়া, পাহাড় অঞ্চলে থাকার সময় তাঁদের সন্তানের স্কুলে যাওয়ার কাজটি অনেক কঠিন ছিল। তখন প্রতিদিন ২০ কিলোমিটারেরও বেশি খুবই কঠিন পথ অতিক্রম করে তাকে স্কুলে যেতে হতো। মা চিন হাই জানান, তখন তাঁর সন্তান প্রতিদিন ভোরে অন্ধকার থাকতে থাকতেই স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দিতো। প্রতিদিন তার যথেষ্ঠ ঘুম হতো না।

২০১৩ সালে কুয়াংহো জেলায় পাহাড় অঞ্চলের বাসিন্দাদের জন্য 'স্থানান্তর পরিকল্পনা' চালু হয়। তখন গ্রাম কমিটির পরিচালক মা ছুন সিয়াং প্রতিটি পরিবারের সামনে ভালো জায়গায় তাদের স্থানান্তরের সুবিধা ব্যাখ্যা করেন। তিনি জানান, যদি বাসিন্দারা পাহাড়ের নিচে বা অন্য নির্ধারিত জায়গায় স্থানান্তরিত হয়, তবে স্থানীয় সরকার প্রতিটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৪০ হাজার ইউয়ান আরএমবি করে ভর্তুকি দেবে। তা ছাড়া, পাহাড়ের পাদদেশে পরিবহন-ব্যবস্থা, কর্মপরিবেশ, শিশুদের স্কুলিং, ও চিকিত্সা-ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক বেশি ভালো।

অবশেষে মা চিন হাইসহ পাহাড়ি অঞ্চলের ২৫৭টি পরিবার পাহাড়ের পাদদেশে নির্ধারিত এলাকায় স্থানান্তরিত হবার বিষয়ে রাজি হয়। মা চিন হাই বলেন, "আমার বাবা স্কুলে যাননি, আমিও স্কুলে শিখিনি, আমার ছেলেও স্কুলে শেখেনি। কিন্তু এখন আমার নাতি স্কুলে যেতে পারে।"

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত 'স্থানান্তর পরিকল্পনা' বাস্তবায়নের কাজ চলেছে এবং এখনও চলছে। পাহাড়ের পাদদেশে সারি সারি নতুন গৃহ নির্মিত হয়েছে। মা চিন হাই এখন পাহাড়ের পাদদেশে জমি চাষ করছেন। তাঁর ছেলে কুয়াংহো জেলায় এক কারখানায় কাজ করেন। মা চিন হাই সাংবাদিকদেরকে নাতির স্কুল থেকে পাওয়া পুরস্কার দেখালেন। তিনি জানালেন, যখন নাতির পুরস্কারগুলো দেখেন, তখন খুবই গর্ববোধ করেন। এখন তাঁর নাতি মাত্র দুই কিলোমিটার অতিক্রম করে স্কুলে যায়। ২০ থেকে নেমে নাতির পথ দাঁড়িয়েছে ২ কিলোমিটারে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040