'তোমার অস্তিত্ব আমার গানে'
  2018-04-23 15:42:32  cri



বন্ধুরা, গত সপ্তাহের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ওয়াং লি হংয়ের কন্ঠে কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরও কয়েকটি গান শোনাবো। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'একমাত্র' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয় এবং তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটির সুর ও কথা তাঁর নিজের। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'একমাত্র' গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমাদের গান' শোনাবো। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। জ্যাজ ড্রাম কিট (Jazz Drum kit) ও ইলেকট্রিক গিটারের (Electric guitar) সমন্বয়ে এ-গানের সুর তোলা হয়েছে। গানটির সুর ও কথা ওয়াং লি হং-এর নিজের। গানটি আমার প্রিয়। তাহলে চলুন, আমরা একসঙ্গে গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'আমাদের গান' নামের গানটি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'হৃত্স্পন্দন' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয় এবং সেই বছরে চীনের মিউজিক রেডিও'র স্বর্ণপদক লাভ করে। গানটিতে ওয়াং লি হং একা গিটার, পিয়ানো, ব্যাস, ড্রাম বাজিয়েছেন। তিনি গানের সুর করেন এবং কথাও লিখেছেন। তিনি নিজের প্রেমের অভিজ্ঞতা গানটিতে লিখেছেন; নিজের অনুভূতি প্রকাশ করেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে একজন নারী-কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন ছ্যু ওয়ান থিং। তিনি ১৯৮৩ সালের ১০ অক্টোবর হেইলুংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে তিনি কানাডার নেটওয়ার্ক (Nettwerk) মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। তাঁর নিজের লেখা গান 'তোমার অস্তিত্ব আমার গানে' রিলিজ হলে, সারা চীনে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১২ সালে তিনি ইউনিভার্সাল মিউজিক গ্রুপে (Universal Music Group) যুক্ত হন এবং প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'প্রেমের সমুদ্র' নামের গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। তিনি গানের সুর করেছেন। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছ্যু ওয়ান থিংয়ের কন্ঠে 'প্রেমের সমুদ্র' নামের গান। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি ভ্যাঙ্কুভারের পর্যটনদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৮ অক্টোবরে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি বিনোদনজগত ত্যাগ করেন। চার বছর পর ২০১৭ সালের ২৭ অক্টোবরে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে 'সূর্যালোকে আমরা' গানটি শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয় এবং তাঁর দ্বিতীয় অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছ্যু ওয়ান থিংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ফেং লি ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬২ সালের ২০ নভেম্বর শানতুং প্রদেশের হেচে শহরের ইউনছেং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত সোফারো কন্ঠশিল্পী, চীনের প্রথম লোকসংগীতের স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী ও জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী। তিনি নিয়মিতভাবে চীনা রাষ্ট্রীয় পরিষদের 'সরকারি বিশেষ ভাতা' লাভ করেন। এ ছাড়া, তিনি হলেন চীনের ফার্স্ট লেডি তথা চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী। ১৯৮৫ সালের জুলাই মাসে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি হলেন চীনা পণমুক্তি ফৌজের সেনাকমান্ডের ক্যাডার। তিনি ছিলেন অষ্টম, নবম ও দশম চীনা জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র সদস্য। ২০০৫ সালে তিনি জাতীয় যুব ফেডারেশনের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি চীনা গণমুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের গান এবং নৃত্য শাখার প্রধান হস। ২০১২ সালে তিনি সামরিক সংস্কৃতির কলেজ, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পিএলএ চায়নার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এখন আমি আপনাদেরকে ফেং লি ইউয়ানের কন্ঠে 'হংমেই চান' নামের গান শোনাবো। হংমেই এক ধরনের ফুল; এর রঙ লাল। 'চান' মানে 'প্রশংসা'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040