'যে-মানুষকে ভালোবাসি, সে তুমি নও'
  2018-04-23 15:34:42  cri



বন্ধুরা, গত সপ্তাহে আমি আপনাদেরকে ওয়াং লি হংয়ের কন্ঠে গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি তাঁর আরও কয়েকটি গান শোনাবো। ১৯৮২ সালে ওয়াং লি হং বেহালা বাজানো শেখা শুরু করেন। তিনি প্রতিদিন ছয় ঘন্টা করে প্রশিক্ষণ নিতেন। ১৯৮৪ সাল থেকে তিনি পিয়ানো বাজানো শেখা শুরু করেন। ১৯৮৮ সালের জুন মানে তিনি পিটস্‌ফোর্ড এলিমেন্টারি স্কুলের খেলাপড়া শেষ করেন। সে-বছরের সেপ্টেম্বরে পিটস্‌ফোর্ড সাদারল্যান্ড মিডল স্কুলে লেখাপড়া শুরু করেন। এখন আমি আপনাদেরকে ওয়াং লি হংয়ের কন্ঠে 'সম্পূর্ণ আগুন' নামের গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'সম্পূর্ণ আগুন' নামের গান। ১৯৮৯ সালে ১৩ বছর বয়সী ওয়াং লি হং প্রথম সংগীত রচনা করেন। সে-বছর তিনি বেহালাবাদক হিসেবে রোচেস্টার পিলহোমোনিকা ইউথ অর্কেষ্ট্রায় (Rochester Pilhaumonica Youth Orchestra) অংশ নেন। একই বছরের এপ্রিলে তিনি স্কুলের 'ওয়ানস আপান এ ম্যাট্রেস' (Once Upon a Mattress) নামের গীতিনাটকে অভিনয় করেন। ১৯৯০ সালের এপ্রিলে তিনি স্কুলে 'বাই বাই বার্ডি' (Bye-Bye Birdie) শীর্ষক গীতিনাটকে অভিনয় করেন। এখন আমি আপনাদেরকে ওয়াং লি হংয়ের কন্ঠে 'যে-বিষয়টি তুমি জানো না' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১০ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'যে-বিষয় তুমি জানো না' শীর্ষক গান। ১৯৯১ সালে ওয়াং লি হং সরকারি পিটস্‌ফোর্ড সাদারল্যান্ড হাই স্কুলে (Pittsford Sutherland High School) যাওয়ার পাশাপাশি, কমিউনিটি এডুকেশান ডিভিশন অব দা ইস্টম্যান স্কুল অব মিউজিক (Community Education Division of the Eastman School of Music)-এ লেখাপড়া করতেন। ১৯৯৪ সালে তিনি ইস্টম্যান স্কুল অব মিউজিকের (Eastman School of Music) বেহালাবাদন পরীক্ষা পাস করেন এবং যুক্তরাষ্ট্রের আউটস্ট্যান্ডিং ছাত্রের বৃত্তি লাভ করেন। সে-বছরের জুন মাসে ওয়াং লি হং ইয়েল ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি ও উইলিয়ামস কলেজে ভর্তি হন। কিন্তু শেষ পর্যন্ত তিনি উইলিয়ামস কলেজে লেখাপড়া করা সিদ্ধান্ত নেন। প্রথম বছরে তিনি জীববিজ্ঞান বিভাগে ছিলেন। কিন্তু এরপর তিনি সংগীত ও এশিয়া গবেষণা বিভাগে লেখাপড়া করেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওয়াং লি হংয়ের কন্ঠে 'ফর এভার লাভ' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'ফর এভার লাভ' শীর্ষক গান। ওয়াং লি উইলিয়ামস কলেজ থেকে স্নাকত ডিগ্রি লাভ করার পর পেরিক্স কলেজ অফ মিউজিকে ভর্তি হন এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে ওয়াং লি হং তাইওয়ানে ফিরে এসে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালের অগাষ্টে তিনি নিজের লেখা গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশ করেন। তিনি নিজে সংগীত রচনা করার পাশাপাশি অনেক বিখ্যাত চীনা কন্ঠশিল্পীর জন্য গান রচনাও করেছেন। তাঁর কন্ঠের গান বা তার লেখা গান চীনে অনেক জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে-মানুষকে ভালোবাসি সে তুমি নও' নামের গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং লি হংয়ের কন্ঠে 'যে মানুষকে ভালোবাসি, সে তুমি নও' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনা রাশিচক্র নিয়ে গাওয়া তার একটি গান শোনাবো। গানটি হল বিখ্যাত চীনা অভিনেতা জ্যাকি চেন' প্রযোজিত চলচ্চিত্রের থিম সং। চলচ্চিত্রটি ২০১২ সালে রিলিজ হয়। গানটিতে হিপ পপ-এর বৈশিষ্ট্য দেখা যায়। এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'একটি সহজ গান' শীর্ষক গান শোনাবো। গানটি ওয়াং লি হং সুর করেন; গানের কথাও তার। গানে বলা হয়েছে, সুখ উপভোগ করা ও সহজে ভালোবাসার প্রতিক্রিয়া জানানো উচিত। এটি আসলে ওয়াং লি হংয়ের নিজস্ব দর্শন। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040