চীন-ভারত পররাষ্ট্রমন্ত্রী বৈঠক
  2018-04-23 14:58:15  cri
এপ্রিল ২৩: চীন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং চীনা রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর দু পররাষ্ট্রমন্ত্রী চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৭ থেকে ২৮ এপ্রিল চীনের হুপেই প্রদেশের উহান শহরে অনানুষ্ঠানিক বৈঠক করার ঘোষণা করেন। আজকের সংবাদ পর্যালচনায় আমি এ বিষয় নিয়ে কিছু কথা বলবো।

ওয়াং ই ও সুষমা স্বরাজ দুই ঘন্টা বৈঠক করেছেন। বৈঠকের পর তাঁরা এক সাংবাদিক সম্মেলনে দু'দেশের সর্বোচ্চ নেতার অনানুষ্ঠানিক বৈঠক করার ঘোষণা করেন।

ওয়াং ই বলেন, হুপেই প্রদেশের উহান শহরে অনুষ্ঠেয় দু'দেশের নেতাদের বৈঠকে দু'নেতা বর্তমান বিশ্বের অবস্থা নিয়ে কৌশলগত আলোচনা করবেন। দু'নেতা দু'দেশের সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে সার্বিক, স্থায়ী ও কৌশলগত মত বিনিময় করবেন।

ওয়াং ই মনে করেন, চীন ও ভারত হল সুপ্রাচীন সভ্য এবং পারস্পরিক গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু'দেশের উভয়েই এক বিলিয়নেরও বেশি জনসংখ্যা নিয়ে বৃহৎ উন্নয়নশীল দেশ। দু'দেশের উন্নয়ন হল মানবজাতির সভ্যতা ইতিহাসের মহা প্রক্রিয়া। দু'দেশ প্রাকৃতিক সহযোগিতার অংশীদার। দু'দেশের অভিন্ন স্বার্থ মতভেদের চেয়ে অনেক বেশী। দু'দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব রয়েছে। অভিন্ন কল্যাণের সহযোগিতা ও উন্নয়ন হল দু'দেশের প্রয়োজনীয় বাছাই।

ওয়াং ই আরো বলেন, বর্তমান চীনা বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্র নতুন যুগে উন্নীত হয়েছে। ভারতও উন্নয়ন ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ পরিস্থিতিতে দু'দেশের নেতাদের বৈঠক বিশ্বের শান্তি ও উন্নয়নের ওপর গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি বলেন, দু'নেতার এবারের অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে দু'দেশের নেতাদের মধ্যে পারস্পরিক আস্থা জোরদার হবে। বিশ্বের পরিস্থিতি ও দু'দেশের সম্পর্কের জন্য নতুন কৌশল প্রণয়ন করা হবে। দু'দেশের সম্পর্কের সঠিক দিক নির্দেশনা নির্দিষ্ট করা হবে। নতুন লক্ষ্য গড়ে তোলা এবং নতুন পরিস্থিতি সৃষ্টি হবে। এটি দু'দেশ ও দু'দেশের জনগণের জন্যই শুধু নয়, বরং আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য সহায়ক হবে।

স্বরাজ ওয়াং ই'র মতামতের সাথে পুরোপুরি একমত পোষণ করেন। তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসে দু'দেশের নেতাদের বৈঠকের পর দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা হচ্ছে। ভারত চীনের সঙ্গে দু'দেশের নেতাদের মৈত্রী জোরদার ও দু'দেশের পারস্পরিক আস্থা উন্নয়ন করতে ইচ্ছুক, যাতে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারির সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যাওয়া যায়।

স্বরাজ বলেন, চীন ও ভারত দু'টি বৃহত্তর দেশ ও নতুন অর্থনৈতিক স্বত্বা হিসেবে দু'দেশের সম্পর্কের স্থিতিশীলতা আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দু'দেশের অভিন্ন কল্যাণ মতভেদের চেয়ে অনেক বেশী। আমরা অভিন্ন স্বার্থ উন্নয়ন, যথাযথভাবে মতভেদ মোকাবিলা এবং দু'দেশের গ্রহণযোগ্য পরিকল্পনা প্রণয়ন করার চেষ্টা করতে থাকবো।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040