সিরিয়ায় উত্তেজনা প্রশমনে সকল পক্ষের এগিয়ে আসা উচিত: মিসরে চীনের বিশেষ দূত
  2018-04-23 13:46:00  cri
এপ্রিল ২৩: সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সিরিয়ায় বিদ্যমান উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়া এবং 'আগুনে ঘি ঢালার' মতো অপতত্পরতা থেকে বিরত থাকা। গতকাল (রোববার) মিসরের কায়রোতে চীনের সিরিয়াবিষয়ক বিশেষ দূত সিয়ে সিয়াও ইয়ান দেশি-বিদেশি সাংবাদিকদের কাছে এ-মন্তব্য করেন।

সিয়ে বলেন, সিরিয়া সমস্যা সমাধানের একমাত্র গ্রহণযোগ্য ও কার্যকর উপায় হচ্ছে রাজনৈতিক পরামর্শ। আন্তর্জাতিক সমাজের উচিত, সিরীয় জনগণের মূল চাহিদা ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ বৈঠক আয়োজনের প্রচেষ্টা অব্যাহত রাখা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কে সামরিক শক্তি বা হুমকি-ধামকির ব্যবহারের তীব্র বিরোধী বেইজিং। বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূভাগের অখণ্ডতাকেও সম্মান করে চীন। চীন আরও মনে করে, সিরিয়ার ভবিষ্যত নিয়ে যে-কোনো সিদ্ধান্ত হওয়া উচিত দেশটির জনগণের ইচ্ছা অনুসারে। সিরীয় জনগণের নেতৃত্বে ও সহনশীল রাজনৈতিক সংলাপের মাধ্যমে, বাস্তবভিত্তিক ও বিভিন্ন পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে।

রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে মুখপাত্র বলেন, যে-কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে চীন। সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগেরও সার্বিক, ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আর এ-কাজ করতে হবে জাতিসংঘের পেশাদার কর্মীদের নিয়ে গঠিত তদন্তদলকে। তদন্তের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এ-নিয়ে আগাম কোনো কথা বলা থেকেও সবাইকে বিরত থাকতে হবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040