প্রথম 'ডিজিটাল চায়না' নির্মাণসংক্রান্ত শীর্ষসম্মেলন শুরু
  2018-04-22 18:45:50  cri
এপ্রিল ২২: প্রথম 'ডিজিটাল চায়না' নির্মাণসংক্রান্ত শীর্ষসম্মেলন আজ (রোববার) চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে শুরু হয়েছে। এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'তথ্যায়নের মাধ্যমে আধুনিকায়ন প্রমোট, ডিজিটাল চায়না নির্মাণ দ্রুততর করা।' চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের সরকারি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, ইন্টারনেট সংস্থাসমুহের দায়িত্বশীল ব্যক্তি, শিল্প সংস্থার প্রতিনিধি এবং থিংকট্যাংকের প্রতিনিধিসহ ৮০০ জনেরও বেশি মানুষ এতে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী শীর্ষসম্মেলনে তারা ইন্টারনেট ব্যবহার করে শক্তিশালী দেশ গঠন, ডিজিটাল চায়না ও স্মার্ট সমাজ গঠনসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

শীর্ষসম্মেলনের মূল ফোরামে চীনের জাতীয় ইন্টারনেট ও তথ্যায়ন কার্যালয় 'ডিজিটাল চায়না' নির্মাণসংক্রান্ত প্রতিবেদন-২০১৭' প্রকাশ করেছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040