চীনের ব্যাংকিং খাত ঝুঁকি নিয়ন্ত্রণে সক্ষম
  2018-04-22 18:45:18  cri
এপ্রিল ২২: চীনা অর্থনীতি নিজস্ব শক্তির কারণে ব্যাংকিং খাতের ঝুঁকি নিয়ন্ত্রণ করতে সক্ষম। পাশাপাশি চীনে নিয়মানুগ ঝুঁকি প্রতিরোধের জন্য পর্যাপ্ত নীতিগত ব্যবস্থাও রয়েছে। চীনের গণব্যাংকের গভর্নর ই কাং গতকাল (শনিবার) ওয়াশিংটনে সদ্যসমাপ্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতিনির্ধারক সংস্থা-আন্তর্জাতিক মুদ্রা ও ব্যাংকিং কমিশনের ৩৭তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব কথা বলেছেন।

সম্মেলনে দেওয়া লিখিত বিবৃতিতে ই কাং বলেন, ২০১৭ সালে চীনের ব্যাংক বহির্ভূত খাতে লিভারেজের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। শিল্প-প্রতিষ্ঠানগুলোতে এর হার কিছুটা কমেছে। ব্যাংকিং খাতে লিভারেজ নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন, চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ এগিয়ে নেবে এবং বাজারে প্রবেশের ওপর সীমাবদ্ধতা প্রশমন করবে, যাতে আরও আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয়। তা ছাড়া চীন মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি আমদানি বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন ই কাং।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040