প্রথম 'ডিজিটাল চায়না' নির্মাণসংক্রান্ত শীর্ষসম্মেলন উদ্বোধন, অভিনন্দন জানালেন সি চিন পিং
  2018-04-22 17:48:56  cri

এপ্রিল ২২: আজ (রোববার) চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে প্রথম 'ডিজিটাল চায়না' নির্মাণসংক্রান্ত শীর্ষসম্মেলন শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় সম্মেলন আয়োজনের জন্য অভিনন্দন জানান এবং সম্মেলনে অংশগ্রহণকারীদের উষ্ণ স্বাগত জানান প্রেসিডেন্ট সি।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তন দিন দিন উন্নত হচ্ছে, ডিজিটাল, ইন্টারনেট ও স্মার্টনেস ব্যাপক উন্নত হয়েছে। যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দেশ প্রশাসন ব্যবস্থা ও দক্ষতা এবং জনগণের সুন্দর জীবন-যাপনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সি চিন পিং বলেন, ২০০০ সালে ফুচিয়ান প্রদেশে দায়িত্বরত অবস্থায় তিনি 'ডিজিটাল ফুচিয়ান কার্যক্রম' প্রণয়ন করেন। বহু বছর ধরে প্রদেশটি ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট সমাজ গঠনসহ নানা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'তথ্যায়নের মাধ্যমে আধুনিকায়ন প্রমোট, ডিজিটাল চায়না নির্মাণ দ্রুততর করা।' এতে চীনের রাজনীতিতে প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল অর্থনীতির সর্বশেষ সাফল্য প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির প্রচারমন্ত্রী হুয়াং শেন মিং মূল ভাষণ দেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শক্তিশালী ইন্টারনেটের দেশ গঠনের চেতনা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040