সংলাপ ও বহুপক্ষীয় সংস্থার মাধ্যমে বাণিজ্যিক সংঘাত সমাধান করা হবে: আইএমএফ প্রেসিডেন্ট
  2018-04-22 16:45:02  cri

এপ্রিল ২২: সংলাপ ও নিয়ম-ভিত্তিক বহুপক্ষীয় সংস্থার মাধ্যমে বাণিজ্যিক সংঘাত সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসিডেন্ট ক্রিস্টিন লগার্দে। গতকাল (শনিবার) এ-কথা বলেন তিনি।

এ-দিন আইএমএফ-এর নীতিনির্ধারক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা ও বাণিজ্য কমিশনের ৩৭তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আর্থিক দুর্বলতা বাড়ছে, বাণিজ্য ও ভূরাজনীতির উত্তেজনা গুরুতর হচ্ছে এবং বৈশ্বিক ঋণ ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে। এটি বিশ্ব অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করেছে।

সম্মেলনের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে লগার্দে বলেন, বাণিজ্যিক সংঘাত বিশ্ব অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে বাধা দেওয়ার আগেই আইএমএফ প্রেসিডেন্ট হিসেবে তাকে এ সমস্যাগুলোর সমাধান করতে হবে।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040