উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মস্কো
  2018-04-22 16:42:59  cri

এপ্রিল ২২: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) জানায়, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানায় মস্কো।

এদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার এ সিদ্ধান্ত উপদ্বীপের উত্তেজনা প্রশমনের জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক সামরিক তত্পরতা কমানো, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্মেলনে চুক্তি স্বাক্ষরের আহবান জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

কোরীয় উপদ্বীপ সমস্যা সমাধানে রাশিয়া ও চীন যে প্রস্তাব দিয়েছে, বর্তমান পরিস্থিতি সে অনুযায়ী চলছে। এতে রাশিয়া আনন্দিত বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040