ফিলিস্তিনকে রক্ষার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান
  2018-04-22 15:58:43  cri
এপ্রিল ২২: সম্প্রতি গাজায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনকে রক্ষার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা ক্ষমতাসীন সরকারের নির্বাহী কমিশনের মহাসচিব সায়েব এরিকাত। গতকাল (শনিবার) রামাল্লায় এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

সায়েব এরিকাত বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের আন্তর্জাতিক মর্যাদা রক্ষার জন্য জাতিসংঘে দেশটির প্রতিনিধি রিয়াদ মানসুরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গাজায় ইসরাইলের সাম্প্রতিক অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি দাবিও জানান তিনি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুসালেমের দখলকৃত ভূখণ্ড ও বর্তমান পরিস্থিতি পরিবর্তনের পদক্ষেপ অকার্যকর প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন এরিকাত।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040