তথ্যায়নকে গুরুত্ব দিয়ে শক্তিশালী ইন্টারনেটের দেশ গঠনের নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট
  2018-04-21 19:55:15  cri

এপ্রিল ২১: তথ্যায়নকে চীনা জাতির জন্য একটি সুবর্ণ সুযোগ উল্লেখ করে চীনকে শক্তিশালী ইন্টারনেটের দেশে পরিণত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গত শুক্র ও শনিবার বেইজিংয়ে চীনের জাতীয় ইন্টারনেট নিরাপত্তা ও তথ্যায়ন কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের কেন্দ্রীয় ইন্টারনেট নিরাপত্তা ও তথ্যায়ন কমিশনের প্রধান সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ইন্টারনেটের ইতিবাচক সম্প্রচার করা, ইন্টারনেট নিরাপত্তা রক্ষা, তথ্য সংরক্ষণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তথ্যায়নের ভূমিকা পালন, ইন্টারনেটে সামরিক ও বেসামরিক সংযুক্তি জোরদার করা, সাইবার স্পেসে আন্তর্জাতিক প্রশাসনের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং নব্যতাপ্রবর্তনের মাধ্যমে ইন্টারনেটের শক্তিশালী দেশে পরিণত করার কথা বলেন সি চিন পিং। এতে সার্বিক সুষম সমাজ প্রতিষ্ঠা ও নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র এবং চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়ন করা যাবে বলে উল্লেখ করেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ইন্টারনেট নিরাপত্তা ও তথ্যায়ন কমিশনের উপপ্রধান লি খ্য ছিয়াং কর্মসভার সভাপতিত্ব করেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040