কমনওয়েলথের নতুন নেতা প্রিন্স চার্লস
  2018-04-21 18:31:43  cri

এপ্রিল ২১: কমনওয়েলথের নতুন নেতা নির্বাচিত হয়েছেন প্রিন্স চার্লস। লন্ডনে দু'দিনব্যাপী ২৫তম কমনওয়েলথ সম্মেলনে শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার নেতারা।

এদিন কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সম্মেলন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলে হয়, প্রিন্স চার্লস পরবর্তী নেতা হবেন। ব্রিটেনের রাণী এলিজাবেথ দ্বিতীয় তার নেতৃত্বকে স্বাগত জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে শুক্রবার গণমাধ্যমে বলেন, প্রিন্স চার্লস কমনওয়েলথ-এর যোগ্য নেতা এবং গেল ৪০ বছরে প্রিন্স চার্লস কমনওয়েলথকে সমর্থন দিয়েছেন।

উল্লেখ্য, কমনওয়েলথ-এর সদস্য দেশ ৫৩টি। গত ১৯ এপ্রিল লন্ডনে শুরু হয় কমনওয়েলথের ২৫তম সম্মেলন।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040